ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান

২০২৩ এশিয়া কাপের জন্য আফগানিস্তানের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের।

এই আসরে আফগানদের নেতৃত্বে থাকবেন হাসমতউল্লাহ শহীদি।

এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।  

আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। এই পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

১৭ সেপ্টেম্বর কলম্বোয় গড়াবে আসরের ফাইনাল।

আফগান স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, শরিফুদ্দিন আশরাফ, ফজল হক ফারুকী, আবদুর রহমান ও এস সাফি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।