ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং-বোলিংয়ে সমান, অভিজ্ঞতায় পাকিস্তান এগিয়ে : নেপাল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
ব্যাটিং-বোলিংয়ে সমান, অভিজ্ঞতায় পাকিস্তান এগিয়ে : নেপাল অধিনায়ক

এবারের এশিয়া কাপ নেপালের জন্য ইতিহাস গড়ার মঞ্চই। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলছে তারা, সেটিও বেশ বড় বাধা টপকে।

এপ্রিল-মে মাসে হওয়া ১০ দলের এসিসি প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয়ে এই যোগ্যতা অর্জন করেছে নেপাল। ২০১৮ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলটি এখন এই ফরম্যাটে আইসিসির র‌্যাঙ্কিংয়ে আছে ১৫তম স্থানে।  

এশিয়া কাপে অবশ্য বেশ বড় পরীক্ষার মুখোমুখিই হতে হচ্ছে নেপালকে। প্রথম ম্যাচে বুধবার তারা মুলতানে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। এরপর প্রথম পর্বের আরেকটি ম্যাচ ভারতের বিপক্ষে। দুই দলের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বীতার আশা নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের। তিনি অবশ্য বলছেন, স্কিলের দিক থেকে পাকিস্তানের কাছাকাছিই আছেন তারা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘আমরা প্রথমবারের মতো খেলছি এশিয়া কাপে, আমাদের জন্য এটা বড় অর্জন। পাকিস্তান খুব ভালো দল, আমরা তাদের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বীতপূর্ণ ম্যাচ খেলতে চাই, একই রকমভাবে ভারতের সঙ্গেও। আমরা এখানে যোগ্য হিসেবেই এসেছি। ’

‘পার্থক্যটা হবে অভিজ্ঞতায় (দুই দলের)। যদি আপনি ব্যাটিং ও স্কিল বিবেচনায় নেন, তাহলে একই (দুই দল)। কিন্তু যদি আপনি অভিজ্ঞতার কথা বলেন, পাকিস্তান অভিজ্ঞ দল। দুই দলেই বিশ্ব মানের বোলার ও ব্যাটার আছে। আমাদের নজর হচ্ছে একটা বল (এক সময়ে) জেতা, প্রতিপক্ষ যেই হোক না কেন। ’

প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচের ভেতর আছে নেপাল। বিশ্বকাপের বাছাই পর্বে খেলেছিল তারা, অংশ নেয় এসিসি ইমার্জিং এশিয়া কাপেও।  এ টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি নেপাল। মূল এশিয়া কাপে অবশ্য ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন বলে বিশ্বাস অধিনায়ক রোহিতের।

তিনি বলেন, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। জিম্বাবুয়েতে খেলেছি (বিশ্বকাপ বাছাই) আর ইমার্জিং এশিয়া কাপে। তো আমরা ভালোভাবেই তৈরি আছি। আমাদের নিয়ে অনেক প্রত্যাশা থাকবে, নেপালের সব মানুষই আমাদের নিয়ে স্বপ্ন দেখবে। ’ 

‘আমরা প্রায় দুই দশকের বেশি সময় ধরে খেলছি আর এটা আমাদের জন্য শীর্ষ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারার বড় সুযোগ; বিশেষত এশিয়া কাপে। আমাদের সবার জন্যই এই টুর্নামেন্ট অনেক বড় উপলক্ষ। ’

বাংলাদেশ সময় : ২৩৩৪ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।