ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগেই দলে ফিরছেন রিয়াদ, ইঙ্গিত পাপনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
বিশ্বকাপের আগেই দলে ফিরছেন রিয়াদ, ইঙ্গিত পাপনের

মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা এই অলরাউন্ডারের আর মাঠে নামা হয়নি।

এমনকি জায়গা পাননি এশিয়া কাপের স্কোয়াডেও। পরবর্তীতে অবশ্য এই প্রতিযোগিতার বিশেষ ক্যাম্পে রাখা হয় তাকে। তবে ডাক পাননি এখনও।

এদিকে এশিয়া কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছে ক্রিকেটাররা। লিটন দাসকে দিয়ে শুরুটা হয়। তার বদলে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। গতকাল আফগানিস্তানের বিপক্ষে চোটে পড়েন নাজমুল হাসান শান্ত। এই ওপেনারের বদলে আবারও দলে জায়গা পেয়েছেন লিটন দাস। আজেই তিনি উড়াল দেবেন এশিয়া কাপ খেলার উদ্দেশে।

এদিকে একই ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমে ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর রিটায়ার্ড হার্ট হয়ে ছাড়েন মাঠ। যদিও পরবর্তীতে তাকে বল করতে দেখা যায়। এক্ষেত্রে বলাই যায় সুস্থ আছেন তিনি। যদি এই অলরাউন্ডার ইনজুরিতে পড়তো, তবে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল রিয়াদের।  

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। এরপর আসছে বিশ্বকাপ। সেক্ষেত্রে যদি কেউ ইনজুরিতে পড়ে তবে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল রিয়াদের। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিকেলে ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  

সেখানে বিশ্বকাপের ভাবনায় রিয়াদ আছেন কিনা? এই প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি প্রবণ বেশি। ’

‘কাল যেমন দেখেন শান্ত ব্যাথা পেল। কাল মিরাজ ব্যথা পেয়েছে। এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নাই। ’

অবশ্য বিশ্বকাপের আগেও রিয়াদের সুযোগ দেখছেন বিসিবি সভাপতি। নিউজিল্যান্ড সিরিজে রিয়াদ ও মোসাদ্দেক ভাবনায় থাকবেন কিনা? এই প্রশ্নের জবাবে পাপনের ভাষ্য, ‘ওদের সুযোগ থাকবে খেলার, আমার মনে হয়। এশিয়া কাপের দল বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা এতগুলো পরিবর্তিত পরিস্থিতিতে পড়েছি সেজন্য সেটা হবে না। এবাদত যদি ফিট থাকে তাহলে সে থাকত। এখন তো সে নাই। আর তামিম-লিটন ফিট থাকলে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।