ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে গেলেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
পাকিস্তানে গেলেন লিটন

দলের সঙ্গে যেতে পারেননি লিটন কুমার দাস। জ্বরের কারণে পরে তাকে ছিটকে যেতে হয় পুরো এশিয়া কাপ থেকেই।

তার বদলে নেওয়া হয় উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়কে। তবে রোববার বাংলাদেশ দলের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হয়।

সোমবার রাতে দেশ ছাড়েন লিটন। বিকেলেই অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেন, লিটনের এশিয়া কাপ খেলতে যাওয়ার ব্যাপারে কিছুই জানেন না। যদিও মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটনের পাকিস্তান যাওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি।  

জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন এ নিয়ে বলেছেন, ‘দলের মধ্যে ইনজুরি নিয়ে কিছু চিন্তার জায়গা আছে। টিম ম্যানেজমেন্ট একজন অতিরিক্ত ক্রিকেটারের প্রয়োজন অনুভব করেছে। আমরা বিসিবির মেডিকেল বিভাগ থেকে লিটনের সুস্থতার ব্যাপারে ছাড়পত্র পেয়ে তাকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ’

এশিয়া কাপের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিতে অবশ্য আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর খেলা নিশ্চিত করে তারা। আগামী ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। পরের দুটি ম্যাচ ৯ ও ১৫ তারিখ।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।