ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিশ্বকাপ দলে নেই কোনো চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
ভারতের বিশ্বকাপ দলে নেই কোনো চমক

কোনো চমক ছাড়াই অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত। ১৫ সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

চলমান এশিয়া কাপে ১৭ সদস্যের দল সাজিয়েছিল ভারত। সেই দল থেকে বাদ পড়েছেন দুজন। তবে নতুন করে সুযোগ পাননি কেউ।

লোকেশ রাহুলের থাকা না থাকা নিয়ে আলোচনা হচ্ছিল বটে। কেননা গত আইপিএল ইনজুরিতে পড়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি। কিন্তু ঠিকই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি।

এশিয়া কাপের দলে আগে থেকেই ছিলেন রাহুল। তবে আজ যোগ দেবেন ক্যাম্পে। পুরোপুরি ফিট না হওয়ায় খেলতে পারেননি গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। সুপার ফোরে একাদশে সুযোগ পেলে পাঁচ নম্বরেই ব্যাট করবেন তিনি। যেখানে এখন খেলছেন ইশান কিশান।  

রাহুল প্রসঙ্গে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, 'রাহুল পাঁচ নম্বরে দুর্দান্ত রান করেছে। আমরা তাদের (কিশান ও রাহুল) দুজনের সঙ্গে কথা বলব। '

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক ভার্মা। আলোচনায় থাকলেও দলে জায়গা পাননি সাঞ্জু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দররা।

আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে স্বাগতিক ভারত।

ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, আকসার প্যাটেল, ইশান কিশান, সূর্যকুমার যাদব।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।