ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রিয়াদ নিয়ে প্রশ্নকে ‘অপ্রাসঙ্গিক’ বলছেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
রিয়াদ নিয়ে প্রশ্নকে ‘অপ্রাসঙ্গিক’ বলছেন সাকিব

এশিয়া কাপের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এ নিয়ে সমালোচনা হয়েছে বেশ।

তাকে সাত নম্বর পজিশনে খেলানো নিয়ে আলোচনা ছিল। এশিয়া কাপের সুপার ফোরের দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। এরপর আবারও ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গ।

সাত নম্বর পজিশনে খেলা আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী কেউই ভালো করতে পারেননি। এ নিয়ে প্রশ্ন হলে সাংবাদিকের ভুল ধরিয়ে দিয়ে সাকিব জানিয়েছেন, রিয়াদের জায়গায় খেলছেন তাওহীদ হৃদয়। প্রশ্নটি অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন সাকিব।

তিনি বলেন, ‘দেখেন, প্রথম শেষ তিন সিরিজে রিয়াদ ভাই ছিল না। তখন এসব কথা আপনারা বলেছেন কি না আমি জানি না। এখন বলছেন (হাসি)। আমার কাছে মনে হয় প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক। এই বিষয়টা। দেখুন, আপনি আরেকটা ভুল প্রশ্ন করলেন। রিয়াদ ভাইয়ের জায়গায় যখন কাউকে আনা হয়েছিল দলে, সেটা ছিল তাওহীদ হৃদয়। ’

বিশ্বকাপের স্কোয়াড আইসিসির কাছে জমা দিলেও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। আগামী ২৭ সেপ্টেম্বর অবধি কোনো কারণ ছাড়াই বদল আনা যাবে। এর মধ্যে আছে নিউজিল্যান্ড সিরিজ। সাকিব বলছেন, এখনও সবারই সুযোগ আছে।

তিনি বলেন, ‘সবারই সুযোগ আছে। কারণ আমাদের বেশিরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রাম থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক দিন খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি, অনেক ভ্রমণও করতে হবে। ’

‘আর ইনজুরি আমরা নিতে পারব না। আমাদের বেঞ্চে এমন শক্তিশালী কেউ নেই যে কেউ ইনজুরিতে পড়লে তার জায়গায় সহজেই আরেকজনকে নিতে পারব। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবাই যেন ফিট থাকে, সুস্থ থাকে; তাহলে যেন আমরা এভেইলঅ্যাবল ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করতে পারি। ’

বাংলাদেশ সময় : ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩ 
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।