ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের সঙ্গে দ্রুত বল করার ‘অভিজ্ঞতা’ ভাগাভাগি করেছেন ফার্গুসন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
তাসকিনের সঙ্গে দ্রুত বল করার ‘অভিজ্ঞতা’ ভাগাভাগি করেছেন ফার্গুসন

সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে একরকম অবাকই হয়েছিলেন লুকি ফার্গুসন ও নিউজিল্যান্ডের মিডিয়া ম্যানেজার এডি। তাদের চোখেমুখেও ছিল তার ছাপ।

এত ক্যামেরা বা সংবাদকর্মীরা আগ্রহ দেখে শুরুতে ‘ধন্যবাদ’ জানিয়ে নিলেন তারা। কিউই অধিনায়ক বললেন, ‘অসাধারণ’।

এরপর সংবাদ সম্মেলন শুরু হতেও প্রশ্ন এলো বেশ। এর মধ্যে উঠে এলো বাংলাদেশের পেসারদের সাম্প্রতিক উন্নতির প্রসঙ্গও। সর্বশেষ এশিয়া কাপেও দুর্দান্ত করেছেন তারা। তাদের নিয়ে সমীহ ছিল লুকি ফার্গুসনের কণ্ঠেও। তিনি নিজেও দ্রুতগতির পেসার। তবে এ নিয়ে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির স্মৃতি রোমন্থন করেছেন ফার্গুসন।

কিউই অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ভালো। যখন কোনো দলের পেসার উঠে আসে এটা রোমাঞ্চকর। আমি বাংলাদেশে যেটুকু দেখেছি, পেসারদের জন্য তেমন ক্যারি থাকে না। যাই হোক, এমন উইকেটও আছে যেখানে ক্যারি থাকে। কিন্তু তাসকিন যখন শেষবার নিউজিল্যান্ড গেলো, তখন তার সঙ্গে কথা হয়েছে। আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করেছি কীভাবে দ্রুত বল করতে হয় এ নিয়ে। ’

‘আমার মনে হয় এটা দেশ থেকে দেশে বদল হয়। আর অবশ্যই, এমন অনেক সময় আসে যখন আপনি সত্যিই দ্রুত বল করতে পারবেন ও সেটার জন্য প্রাপ্তিও থাকবে। একই সঙ্গে এমন কিছু ম্যাচও হয় বিভিন্ন দেশে, যেখানে আপনাকে ধরে খেলতে হবে। এটা দেখা দারুণ। আমি জানি জার্গেনসন (বাংলাদেশের সাবেক কোচ এখন কিউইদের দায়িত্বে) রোমাঞ্চ নিয়ে বাংলাদেশের পেসারদের আসা দেখবে। আর কোনো সংশয় নেই এই সিরিজেও তার নজর থাকবে। ’

এ সিরিজেই অভিষেক হচ্ছে ফার্গুসনের অধিনায়কত্বের। বাংলাদেশেও এসেছেন প্রথমবারের মতো। যদিও আইপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টে উপমহাদেশে খেলার অভিজ্ঞতা ভালোই রয়েছে ৫৫ ওয়ানডেতে ৮৭ উইকেট নেওয়া এই পেসারের। ঘরের মাঠে ভালো দল বলে বিশ্বাস ফার্গুসনের।

তিনি বলেন, ‘এখানে আসতে পেরে খুব খুব রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। ইংল্যান্ডে যেমন কন্ডিশন থেকে এসেছি, তার চেয়ে আলাদা। কিন্তু আমি উপমহাদেশে খেলতে পছন্দ করি, খুব ভালো চ্যালেঞ্জ। আর অবশ্যই বংলাদেশ তাদের ঘরের মাঠে খুব ভালো দল। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।