ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাঠ ছেড়ে বাসায় চলে গেছেন ম্যানেজার নাফিস ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
মাঠ ছেড়ে বাসায় চলে গেছেন ম্যানেজার নাফিস ইকবাল

মাঠে ম্যাচ চলছে। এ সময়ের আগে-পরে টিম ম্যানেজারের দায়িত্বও অনেক।

কিন্তু দলকে মাঠে রেখে বাসায় চলে গেছেন ম্যানেজার নাফিস ইকবাল। গুঞ্জন আছে, অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্বের জেরে অভিমান করে চলে গেছেন তিনি।  

নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ওয়ানডেতে সকালে দলের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল। একদিকে গুঞ্জন তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে। অন্যদিকে জানা গেছে, সাকিব চাননি বলে ম্যানেজার থাকা হচ্ছে না তামিমের বড় ভাই নাফিস ইকবালের।  

বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গেও থাকা হচ্ছে না তার। গতকাল থেকে নতুন করে আলোচনায় দেশের ক্রিকেটে সাকিব-তামিম দ্বন্দ্ব। দীর্ঘ বিরতি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবার ব্যাট করতে নেমে ৫৮ বলে ৪৪ রান আসে তার ব্যাট থেকে।  

এরপর সংবাদ সম্মেলনে এসে পিঠের চোট নিয়ে নিজের অস্বস্তির কথা জানান। পরে তামিম সেটি জানিয়েছেন টিম ম্যানেজম্যান্টকেও। এ নিয়ে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। দুপুরে সমস্যা সমাধানে বিসিবিতে আসেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।