ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে নিয়ে সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
সাকিবকে নিয়ে সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে

ভারতের পুনে থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান সাকিব আল হাসান। এরপর থেকেই তার ভারতের বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা।

ম্যাচের আগের দিনও সেটি কাটেনি বলেই জানালেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওর খুব ভালো ব্যাটিং সেশন ছিল গতকাল। কিছুটা রানিং বিটুইন দ্য উইকেটও ছিল। আমরা আজকে স্ক্যান করিয়েছি, ওটার ফল পাওয়ার অপেক্ষায় আছি। এখন সে ঠিক আছে। আমরা এখনও বোলিং দেখিনি। আগামীকালকে সকালে এসে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবো। ’

সাকিব যদি শতভাগ তৈরি না থাকেন? এমন প্রশ্নের পর হাথুরুসিংহের উত্তর ছিল, ‘যদি সে খেলার জন্য তৈরি না থাকে, তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেবো না। যদি তৈরি থাকে, তাহলে খেলার সম্ভাবনা আছে। ’

চূড়ান্ত সিদ্ধান্ত কি অধিনায়ক নিজেই নেবেন? হাথুরুর জবাব, ‘প্রথম ব্যাপার হচ্ছে মেডিকেল দলের সদস্যরা তাদের মতামত দেবে। তারা সবুজ সংকেত দেবে অথবা লাল। তারা আমাদের ধারণা দেবে এখন ক্রিকেটারের অবস্থা কী। যদি তারা মনে করে খেলাটা ঝুঁকিপূর্ণ না, তখন প্লেয়ারের পছন্দ জানতে চাওয়া হবে সে খেলতে চায় কি না। এরপর কোচ ও অধিনায়ক সিদ্ধান্ত নেবে ওই খেলোয়াড়কে তারা চায় কি না। ’ 

আগের দিন সকালে কেবল নকিংই করেন সাকিব। পরে আসেন নেটে। এসে স্পিনারদের খেলতে গিয়ে খুব একটা অস্বাচ্ছন্দ্য দেখা যায়নি তাকে। প্রায় মিনিট পনেরো নেটে স্পিনারদের খেলেছেন তিনি। পরে আসেন পেসারদের খেলতেও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ উরুর পেশিতে টান পড়েছিল সাকিবের। পরে তিনি পুরো দশ ওভারই বোলিং করেন। ম্যাচের পর স্ক্যান করিয়ে তার পেশিতে চিড় পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।