ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয়ে সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
দাপুটে জয়ে সিরিজ শ্রীলঙ্কার

নাটকীয়তায় ঠাঁসা ছিল প্রথম দুই ম্যাচ। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে হলো একপেশে লড়াই।

দাপুটে জয়ে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও নিজের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোয় আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় তারা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। অথচ পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরা। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসে এরপর মাত্র কেবল ৩০ রানই যোগ করতে পারে। ১২ বলে ৭ চারে সর্বোচ্চ ২৯ রান করেন ব্রায়ান বেনেট। লঙ্কানদের হয়ে ১৫ রান দিয়ে  চার উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া দুটি করে শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস ও মাহিশ থিকশানার।

জবাব দিতে নেমে ৫৫ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এছাড়া কুশল মেন্ডিস ৩৩ এবং ধনঞ্জয়া ডি সিলভা করেন অপরাজিত ১৫ রান। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন শন উইলিয়ামস।

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন হাসারাঙ্গা। তিন ম্যাচে ১১২ রান করে সিরিজসেরা ম্যাথুস।  

বাংলাদেশ সময়ঃ ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪

এএইচএস 

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।