ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শান্তর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, সাকিব বললেন ‘আগে ব্যাট করাই নিয়ম’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
শান্তর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, সাকিব বললেন ‘আগে ব্যাট করাই নিয়ম’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রান করে ভারত।

ওই রান তাড়ায় নেমে ৫০ রানে হারে বাংলাদেশ। টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।  

ম্যাচশেষে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবীয় অঞ্চলে রান তাড়া করে সফল হতে খুব একটা দেখা যায় না। এ অবস্থায় ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিব বলছেন, এখানে আগে ব্যাট করাটাই নিয়ম।  

তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই (দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে)…ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে। ’

‘আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে কেন, কাকে বল করাবে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়ত। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়। ’

এই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান। তার কাছে কী মতামত চাওয়া হয়নি? উত্তরে এই অলরাউন্ডার বলছেন, সাফল্যের কৃতিত্ব ও ব্যর্থতার দায় দুটিই অধিনায়কের।  

তিনি বলেন, ‘বিষয়টা অভিজ্ঞতা, সিনিয়র এসবের বিষয় না। এখানে যখন দলের একজন নেতা থাকবে, সিদ্ধান্ত তার। ভালো করলে অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি। এটা খুবই স্বাভাবিক, যৌক্তিক। তবে এটাই খেলা। প্রথম ২ ওভারে ২ উইকেট নিয়ে নিলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। তখন মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো। ’

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।