ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসির কাছ থেকে ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি পায়নি বিসিবি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
আইসিসির কাছ থেকে ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি পায়নি বিসিবি

ভারতের মাটিতে ২০২৩ সালে বসেছিল ওয়ানডে বিশ্বকাপের আসর। এরপর পায় ৯ মাস কেটে গেলেও বাংলাদেশের ক্রিকেটাররা কোনো অর্থ বুঝে পাননি।

এমন অভিযোগই করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এ নিয়ে মুখ খুললো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বিশ্বকাপ শেষ হওয়ার ৫০ দিনের মধ্যে ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করার নিয়ম। কিন্তু ক্রিকেটাররা এখনও কেন টাকা পেলেন না তার জবাবে বিসিবি জানিয়েছে, এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকেই এই অর্থ বাংলাদেশের কাছে পাঠানো হয়নি। বিসিবির ভাষ্য, ‘আইসিসি এখনো সেই অর্থ পাঠায়নি। আইসিসি একটা প্রক্রিয়ার মধ্যে অর্থ পাঠায়। শ্রীলঙ্কা গত মাসে পেয়েছে। ট্যাক্স ডিডাকশন, কিছু ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স আছে। প্রাইজমানি পেতে ওখানে ভারতে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম পর্যন্ত নিয়োগ দিতে হয়েছে। ’

এরা আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, ‘ক্রিকেট অপারেশনস এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ৫০ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি’

বাংলদেশ না পেলেও শ্রীলঙ্কা কেন আগে টাকা পেয়েছে, তার ব্যাখ্যায় বিসিবি বলেছে, ‘আর্থিক লেনদেনের প্রক্রিয়া একেক দেশে একেকরকম। যাদের সঙ্গে প্রক্রিয়াটা সহজ সেসব সদস্য দেশ আগে টাকা পেয়েছে। যাদের একটু জটিল, তাদের এই প্রক্রিয়া মেনে পেতে হচ্ছে। ’

২০২৩ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই ম্যাচ জেতায় ৪০ হাজার করে আরও ৮০ হাজার মার্কিন ডলার বেশি পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ২ কোটি টাকা) পাবেন সাকিব-শান্তরা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।