ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই : ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
সাকিবের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই : ফারুক

হুট করেই যেন এলো সিদ্ধান্তটা। এমনিতে সময় খুব একটা পক্ষে যাচ্ছিল না সাকিব আল হাসানের।

এর মধ্যে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অবসরের ঘোষণা দিলেন টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে।  

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গণঅভ্যূত্থানের সময়ে তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। এ অবস্থায় সাকিবের দেশে আসায় নিরাপত্তা শঙ্কা রয়েছে। তবে সাকিব নিরাপত্তার ব্যাপারটি বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ।  

তিনি বলেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি, পুলিশ বা র‍্যাব নই। এটা (নিরাপত্তা) আসলে আমার বা বিসিবির হাতে নেই। এটা সরকার-পর্যায় থেকে আসতে হবে।  নিরাপত্তা দুই রকমের। একটা হলো সে হয়তো পরিষ্কার করেছে, বলেছে (সরকারি), আরেকটা হলো আমাদের দর্শকরাও আছে। তো এই ব্যাপারটা তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসলে এটাতে তেমন একটা অংশ হতে পারব না। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারব না বোর্ড থেকে কী করতে পারি। ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। '

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব। এ নিয়ে বোর্ড ও নির্বাচকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা মিশ্র। অনেকে নিউজ করেছে কিংবদন্তির চেয়ে বেশি সে। একটা-দুইটা ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। আমার সঙ্গে তার দুই দফায় আলোচনা হয়েছে। তার সাক্ষাৎকার দেখেছি। আমার সঙ্গে যা কথা হয়েছে, এটাই সে তুলে ধরতে চেয়েছে। ’

তার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ফারুক বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল। ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।