ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পরিত্যক্ত কানপুর টেস্টের দ্বিতীয় দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
পরিত্যক্ত কানপুর টেস্টের দ্বিতীয় দিন

প্রথম দিনের শেষটা হয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনের শুরুতেও তাই।

খেলোয়াড়রা মাঠে এসেও ফিরে যান টিম হোটেলে। অপেক্ষা তৈরি হয় বৃষ্টি থামার।  

দুয়েকবার থামলেও সেটি খেলার মতো উপযোগী পরিবেশ তৈরি করতে পারেনি। দফায় দফায় বৃষ্টিতে কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। হয়নি একটি বলও।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে কানপুরে। একবার বৃষ্টি থামলে মাঠ থেকে তিনটি সুপার সপার্স দিয়ে পানি সরানোর কাজ শুরু হয়। ঘোষণা করা হয় লাঞ্চ বিরতিরও।  

কিন্তু যখনই একটু খেলা শুরুর আশা জেগেছে, তখনই আবার হাজির হয়েছে বৃষ্টি। রোববার দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। এদিকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪

এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।