ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গাড়ি দুর্ঘটনায় আহত ভারতের ব্যাটিং প্রতিভা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
গাড়ি দুর্ঘটনায় আহত ভারতের ব্যাটিং প্রতিভা

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা ক্রিকেটার মুশির খান গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। ভয়ঙ্কর এই ঘটনায় প্রায় ১৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।

 

মুশির খান ভারতের জাতীয় দলের ব্যাটার সরফরাজ খানের ভাই। ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস'র প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে মুশির আজমগড় থেকে বাবা নওশাদ খান সহ আরও দুই ব্যক্তির সঙ্গে লখনৌয়ে যাচ্ছিলেন। এই শহরেই ইরানি ট্রফির আসর বসবে। যেখানে খেলার কথা ছিল মুশিরের।  

পথে যুমনা এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় তাদের বহনকারী গাড়ি। দুর্ঘটনায় মুশির আহত হলেও তার বাবা ও বাকিদের তেমন কোনো সমস্যা হয়নি। মুশিরের ঘাড়ে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এখনও তার চিকিৎসা চলছে।

এদিকে পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, মুশিরের কমপক্ষে ১৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তার কোনো হাড় ভেঙেছে কিনা, তা বাকি পরীক্ষার পর জানা যাবে। এরইমধ্যে স্থানীয় হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ে উড়িয়ে আনা হয়েছে।  

সরফরাজ খানের ছোট ভাই মুশির চলতি মাসে শুরুর দিকে দীলিপ ট্রফি অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন। তবে বাকি চার ম্যাচে রানই করতে পারেননি ১৯ বছর বয়সী এই ব্যাটার। এর আগে যুব বিশ্বকাপে ভারতের জার্সিতে আলো ছড়িয়েছেন তিনি। তাছাড়া গত ফেব্রুয়ারিতে রঞ্চি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন, ফাইনালে তার সেঞ্চুরিতে ভর করে রেকর্ড ৪২তম রঞ্জি জেতে মুম্বাই।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।