ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘হেলমেটে লাগলেই এলবিডব্লিউ’, মুমিনুলের উচ্চতা নিয়ে পন্তের রসিকতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
‘হেলমেটে লাগলেই এলবিডব্লিউ’, মুমিনুলের উচ্চতা নিয়ে পন্তের রসিকতা

উইকেটের পেছনে প্রায় সময়ই বিপক্ষ দলের ব্যাটারের সঙ্গে স্লেজিং-রসিকতায় মেতে ওঠেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত। স্টাম্প-মাইকের বদৌলতে তা শুনতে পান পর্দার দর্শকরা।

এবার কানপুর টেস্টে বাংলাদেশের মুমিনুল হকের উচ্চতা নিয়ে তার রসিকতা ধরা পড়ে স্টাম্প-মাইকে।

গতকাল প্রথম দিন ইনিংসে ৩৩তম ওভারে বোলিং করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। স্ট্রাইকপ্রান্তে তখন মুমিনুল। এরাউন্ড দ্য উইকেট থেকে বোলিং শুরু করেন অশ্বিন। প্রথম বলে এলবিডব্লিউর আবেদন ওঠে। তবে অশ্বিন জানতেন তা সুইপ করার সময় বল মুমিনুলের ব্যাটেই লেগেছে।  

এরপর ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার মুমিনুলের সম্পর্কে পন্ত বলে ওঠেন, ‘আমরা তার হেলমেটে (বল লাগিয়ে) থেকে এলবিডব্লিউ নিতে পারি, ভাই (অশ্বিনকে)। ’ 

যা শুনে হাসিতে ফেটে পড়েন সুনীল গাভাস্কার। ধারাভাষ্যকক্ষে থাকা কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘হিন্দিতে পন্ত যেটা বোঝাতে চাইছে, হেলমেটে (বল) লাগিয়েও এলবিডব্লু নেওয়া যেতে পারে। সে আসলে মুমিনুলের উচ্চতাকে ইঙ্গিত করেছে। শুধুমাত্র ঋষভ পন্তই এভাবে ভাবতে পারে। ’

এদিকে বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। এর আগে প্রথম দিন ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময় : ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।