কিছুদিন আগেই ঘরের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এ নিয়ে তোলপাড় পাকিস্তানের ক্রিকেট।
আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। 'এক্স'-এ দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। দারুণ এই দলের সেবা করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পারায় আমি গর্বিত। আমাদের ক্রিকেটারদের তারুণ্য এবং উদ্দীপনায় আমার বিশ্বাস আছে এবং তাদের মাধ্যমে দারুণ কিছু হোক এই প্রত্যাশা করছি। ’
পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ঘরের মাঠে তারা ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। এ নিয়ে পাকিস্তানের নির্বাচক প্যানেল কড়া সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যেই দায়িত্ব ছাড়লেন ২০২৪ সালের মার্চে দায়িত্ব নেওয়া ইউসুফ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএইচএম