বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ইস্যুতে চাপের মধ্যে আছেন সাকিব আল হাসান। এর মধ্যেই কানপুর টেস্টের আগে তিনি জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসরে যেতে চান।
আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। ৫ আগস্ট তার দলের ক্ষমতা হারানোর পর আর দেশে ফেরেননি। এর মধ্যে তার নামে হত্যা মামলাও হয়। দেশে ফিরলে সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না বিসিবি, স্পষ্ট করেই জানিয়েছে তারা। তাহলে কি কানপুরই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট?
তার গুরু ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘অনেকের মতোই আমিও চাই, ওর (সাকিব) মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। একটা সংস্কৃতির ব্যাপার আছে এর সঙ্গে। অনিবার্য কারণবশত এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। যদিও ঐ সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। ’
‘কারণ ক্রিকেট বোর্ড বলেছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু সরকার ভিন্নভাবে ভাবতে পারে। ফাইনালি সরকার কি ধরনের সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা করতে হবে। যদি সরকার বলে ওকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, আবার সরকার যদি বলে তার মতো ক্রিকেটারকে তারা সেই সম্মানটা দিতে চায়, সেভাবেই তার বিদায় হোক সেটা যদি চায়, তা যুক্তিসংগত। ’
দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য সাকিব। আইসিসি র্যাঙ্কিংয়ে অনেকদিন ছিলেন এক নম্বর অলরাউন্ডার। এখন বাংলাদেশে সাকিবের বিকল্প হবেন কে? এমন প্রশ্ন ছিল ফাহিমের কাছে।
তিনি বলেন, ‘অসম্ভব তো বলব না, কিন্তু এটা মনে রাখতে হবে সে নাম্বার ওয়ান। বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তার বিকল্প পাওয়া যাবে না এটাই স্বাভাবিক। সহজ যদি হয়ে যেত তাহলে সাকিবকে নিয়ে আমরা এতটা আলোচনা করতাম না। তার জায়গাটা যে নেবে, সে কেমন করবে!’
‘এখন যাদেরকে অলরাউন্ডার হিসেবে দেখি, সেই চাপটা তাদের নিতে হয় না। যখন সেই রোলটা নেবে, যখন সেই জুতাটা পায়ে দেবে তখন তারা কিভাবে সেই যুদ্ধটা করে সেটা দেখতে হবে। মিরাজ ভালো খেলছে, কিন্তু সেই দায়িত্বটা নিতে পারবে কি না সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। ’
বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএইচবি/এএইচএস