ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে বন্ধ খেলা, মিরাজের ব্যাটে লিড বড় করার আশা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বৃষ্টিতে বন্ধ খেলা, মিরাজের ব্যাটে লিড বড় করার আশা বাংলাদেশের

দ্বিতীয় দিন শেষেও ইনিংস হার উঁকি দিচ্ছিল বাংলাদেশকে। তবে সেই শঙ্কা আজ দূর হয়েছে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের ব্যাটে।

দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। জাকের ফিরলেও ভরসা হয়ে আছেন মিরাজ। তবে লিড বড় করার লড়াই শুরুর পরে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রান করার পর ৩০৮ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান করেছে বাংলাদেশ।  ৬৫ রানে এগিয়ে থেকে চা পানের বিরতিতে গেছে তারা। এর আগেই অবশ্য বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন।

মিরপুরের আকাশে সকাল থেকেই আজ মেঘের ছায়া, বাংলাদেশের দুলতে থাক ম্যাচ ভাগ্যেও যেন অন্ধকারে ঢাকা। মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের জুটিতে ভর করে আগের দিন কিছুটা স্বস্তি নিয়েই শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুর চার ওভারও বেশ ভালোভাবেই সামলে নেন তারা। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন।  

শেরে বাংলায় ৫ হাজার রানের মাইলফলক গড়ার সুযোগ ছিল মুশফিকের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রানের কীর্তিও এটি। এজন্য দুই ইনিংস মিলিয়ে ৪৪ রান করতে হতো তাকে। সেটি তিনি করেছেন। সেই জায়গায় পৌঁছে অবশ্য আর টিকতে পারেননি তিনি। ৩৯ বলে ৩৩ রান করে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশি। আগের ইনিংসে তিনি বিদায় নিয়েছিলেন ব্যক্তিগত ১১ রানে।  

তবে দিনের শুরুটা হয় জয়কে দিয়ে। রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান জয়। ৯২ বলে ৪০ রান তখন তার। মুশফিকের সঙ্গে জুটি ছিল ৯২ বলে ৪০ রানের। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি।  

বাংলাদেশ আরও বেশি বিপদে পড়ে লিটন দাসের আউটে। কেশভ মহারাজের বল ডিফেন্ড করতে যান তিনি। তার ব্যাটের পাশ দিয়ে বল বেরিয়ে যায়। আবেদন করলেও আউট দিতে রাজি হননি আম্পায়ার। রিভিউ নেবেন কি না, এ নিয়েও অনেক্ষণ দ্বিধায় ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। রিভিউ নেওয়ার সময়ের শেষ সেকেন্ডে গিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন মার্করাম।  

রিভিউতে দেখা যায়, লিটনের ব্যাট ছুঁয়েই বল গেছে উইকেটরক্ষকের গ্লাভসে। আউট হয়ে বেশ হতাশ ছিলেন লিটন, ড্রেসিংরুমে যাওয়ার পথে ব্যাট ছুড়ে মারেন। তার বিদায়ের পর ইনিংস হারের শঙ্কাতেই পড়ে যায় বাংলাদেশ।  

তা থেকে রক্ষা করার মিশনে নামেন জাকের আলি ও মেহেদী হাসান মিরাজ। তারা অনেকটা সফলও হয়েছেন। দলের বিপদে আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন মিরাজ। ৭ চার ও ১ ছক্কায় তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। আর তাতে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়া বাংলাদেশের ইনিংস হার এড়াতেই দরকার ছিল ৯০ রান। তবে সেখান থেকে প্রতিরোধ গড়েন মিরাজ। অভিষিক্ত জাকেরকে নিয়ে দারুণ জুটি গড়েছেন তিনি। তাতে ভর করে লিড থেকে স্রেফ এক রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।  

বিরতির পর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন জাকের। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটি করেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৫৮ রানে মহারাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জাকের। মিরাজের সঙ্গে তার জুটিতে উঠেছে ১৩৮ রান। টেস্টে যে কোনো উইকেটেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।