ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের কোচিং স্টাফে বড় রদবদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মে ২৫, ২০২৫
বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের কোচিং স্টাফে বড় রদবদল আজহার মাহমুদ/সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

আজ এক বিজ্ঞপ্তিতে তারা নতুন কোচিং স্টাফ ও দল ঘোষণা করে।

সবচেয়ে চোখে পড়ার মতো সিদ্ধান্ত ছিল সাবেক বোলিং কোচ আজহার মাহমুদের বাদ পড়া।

নতুন কোচিং সেটআপের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের মাইক হেসন, যিনি সদ্য বিদায়ী কোচ আকিব জাভেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার পাকিস্তান দলের সাদা বল ফরম্যাটের কোচিং অধ্যায়।

সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন: অ্যাশলি নফকে (অস্ট্রেলিয়া) – বোলিং কোচ, হানিফ মালিক – ব্যাটিং কোচ, মোহাম্মদ মাসরুর – ফিল্ডিং কোচ, ইমরানুল্লাহ – ফিটনেস ও কন্ডিশনিং কোচ, ক্লিফ ডিকন – ফিজিও এবং নাভিদ আকরাম চিমা – টিম ম্যানেজার।

পিসিবির এই ঘোষণার পর আজহার মাহমুদের বাদ পড়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তিনি নিজেই প্রকাশ্যে বলেছিলেন যে তিনি পাকিস্তান দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করবেন। তবে, শেষ পর্যন্ত তাকে কোনো ভূমিকায়ই রাখা হয়নি।

এদিকে, তিন ম্যাচের সিরিজটি সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সূচি অনুযায়ী,

প্রথম টি-টোয়েন্টি: ২৮ মে (বুধবার)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ মে (শুক্রবার)
তৃতীয় টি-টোয়েন্টি: ১ জুন (রোবববার)

সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা থেকে।

প্রথমে পাঁচ ম্যাচের সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও লজিস্টিক কারণ দেখিয়ে সিরিজটি কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার জের ধরেই এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে বাংলাদেশ দলের প্রথম পর্যায়ের ১০ জন সদস্য লাহোরে পৌঁছেছেন। তাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। বাকিরা কয়েক দফায় পাকিস্তানে পৌঁছাবেন।

এই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস, আর সহ-অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদি হাসান।

এদিকে, পিসিবি ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পাননি পাকিস্তানের তিন বড় তারকা — বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, এবং শাহিন শাহ আফ্রিদি। দলটির নেতৃত্বে আছেন সালমান আলি আগা, সহ-অধিনায়ক শাদাব খান।

সিরিজ শুরুর আগে ২৬ ও ২৭ মে দুই দলই গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে। ২৭ মে অনুষ্ঠিত হবে দুই অধিনায়কের যৌথ সংবাদ সম্মেলন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।