ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দেশের বাইরে যাচ্ছেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, অক্টোবর ১, ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দেশের বাইরে যাচ্ছেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে নাম প্রত্যাহারের পর দেশের বাইরে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ তিনি নিজেই দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি বিকেলের ফ্লাইটে দেশের বাহিরে যাচ্ছি। আপনারা এই ব্যাপারগুলো দেখেন। এই নির্বাচন কী হচ্ছে কীভাবে হচ্ছে। আপনারা সবই জানেন। আমার কথা সঠিক মনে হলে আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। ’

তবে কোন দেশে এবং কেন যাচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বিসিবির নির্বাচনের শেষ মুহূর্তে তামিমসহ আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজ দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। নির্ধারিত সময়ের আগে তিনটি ক্যাটাগরির মোট ১৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মনোনয়ন প্রত্যাহারের পর তামিম গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। ফ্যানরাও এটা ডিজার্ভ করে না। আরও অনেকেই আজকে প্রত্যাহার করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে নানা উপায়ে বাধা দেওয়া হয়েছে। ’

তিনি আরও যোগ করেন, ‘আজকে ক্রিকেট শতভাগ হেরে গিয়েছে। নির্বাচনের ফিক্সিং বন্ধ না করে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার কথা বলা ঠিক নয়। যারা এখানে হস্তক্ষেপ করেছে, তাদের বিষয়টি স্পষ্ট সবার সামনে আনা দরকার। ’

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।