ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, অক্টোবর ১, ২০২৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বড় ধাক্কা খেল নির্বাচন প্রক্রিয়া।

সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।

ফলে বেশ কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী মীর হেলাল সরে দাঁড়ানোয় সেখানে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে থেকে যান আসিফ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন তিনি।

একইভাবে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী।

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তামিম ইকবাল ছিলেন সবচেয়ে বড় চমক। শুধু তিনি নন, আরও ১৪ জন প্রার্থী নাম প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে আছেন রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খশরু, সৈয়দ বুরহান হোসেনের মতো প্রভাবশালী সংগঠকও।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।