ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি নির্বাচন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, অক্টোবর ১, ২০২৫
বিসিবি নির্বাচন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ১ অক্টোবর (মঙ্গলবার) চূড়ান্ত তালিকা ঘোষণা করেন রিটার্নিং অফিসার ড. শেখ জোবায়েদ হোসেন।

বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরি-১ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচনী দৌড়ে এবারও দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আমিনুল ইসলাম (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা) এবং নাজমুল আবেদীন (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)। চট্টগ্রাম বিভাগে রয়েছেন আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও আসিফ আকবর (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা)। খুলনা বিভাগে প্রার্থী হয়েছেন খান আব্দুর রাজ্জাক (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা) এবং মো. জুলফিকার আলী খান (খুলনা জেলা ক্রীড়া সংস্থা)। রাজশাহী বিভাগে আছেন হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) এবং এস এম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)।

রংপুর বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা) এবং মো. নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)। সিলেট বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বী হয়েছেন রাহাত সামস (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)। বরিশাল বিভাগে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন মো. শাখাওয়াত হোসেন (ভোলা জেলা ক্রীড়া সংস্থা)।

রিটার্নিং অফিসার ড. শেখ জোবায়েদ হোসেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি, তাদের নামই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচনী লড়াই এখন মূলত ভোটারদের ওপর নির্ভর করবে। আগামী ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।