ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপ: ফাইনালের মঞ্চে ‘কার্টুনের মতো’ দাঁড়িয়ে থাকার অভিযোগ নকভির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, অক্টোবর ১, ২০২৫
এশিয়া কাপ: ফাইনালের মঞ্চে ‘কার্টুনের মতো’ দাঁড়িয়ে থাকার অভিযোগ নকভির সংগৃহীত ছবি

এশিয়া কাপের ট্রফি ইস্যুতে ফের মুখোমুখি হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  

মঙ্গলবার দুবাইয়ে এসিসির বৈঠকে এই তর্ক-বিতর্ক নতুন মাত্রা নেয়।

এখনও পর্যন্ত এশিয়া কাপের ট্রফি ও বিজয়ী দলের মেডেল নকভির দুবাই হোটেল রুমেই রয়েছে। ফাইনাল শেষে সেগুলো ফের নিজের কাছে নিয়ে আসেন তিনি। বিষয়টি নিয়ে আপত্তি তোলে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের দুই কর্মকর্তা রাজীব শুক্লা ও আশীষ শেলার অনলাইনে বৈঠকে যুক্ত হয়ে দাবি জানান, ট্রফি ও মেডেল ভারতীয় দলের কাছে হস্তান্তর করতে হবে। তাদের ভাষায়, ‘এগুলো কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ’

বৈঠকে নাকভি অভিযোগ করেন, ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে, এ তথ্য তাকে আগে জানানো হয়নি। তিনি অনুষ্ঠানের মঞ্চে উঠে সুর্যকুমার যাদবদের হাতে পুরস্কার তুলতে চাইলেও শেষ পর্যন্ত বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। নিজের ভাষায় তিনি মঞ্চে দাঁড়িয়ে গিয়েছিলেন ‘একজন কার্টুনের মতো’।

পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই প্রতিনিধি রাজীব শুক্লা ও শেলার প্রস্তাব দেন যে ট্রফি এসিসির দুবাই অফিসে জমা রাখা হোক, সেখান থেকে পরে ভারতের হাতে তুলে দেওয়া যাবে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ‘এটি এসিসির ট্রফি, কোনো ব্যক্তির সম্পত্তি নয়। তাই এটি বিজয়ী দলকেই দিতে হবে। ’ 

বৈঠকের মাঝপথে শেলার ক্ষুব্ধ হয়ে কিছু সময়ের জন্য সরে যান বলেও সূত্র জানিয়েছে।

অন্যদিকে নকভি জোর দেন, বিষয়টি এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তোলা উচিত নয়, অন্য সময়ে আলোচনা করা যাবে। বৈঠকের মূল এজেন্ডা ছিল ভাইস-চেয়ারম্যান নির্বাচন, কিন্তু সেটিও শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।