ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাক্সওয়েল ঝড়ে ৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ম্যাক্সওয়েল ঝড়ে ৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে হারালো অস্ট্রেলিয়া

বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে এলো সাত ওভারে। তবুও খুব একটা সুবিধা করতে পারছিলেন না ব্যাটাররা।

তবে রীতিমতো ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। পরে পাকিস্তানের ব্যাটাররাও সুবিধা করতে পারেননি, সহজেই ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।  

ব্রিজবেনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৭ ওভারের ম্যাচে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার সুবিধা করতে পারেননি। ৪ বলে ৭ রান করে ম্যাথু শর্ট ও ৫ বলে ৯ রান করে ফেরেন জ্যাক ফ্রেশার ম্যাকগার্গ। তিন নম্বরে নেমেই ঝড় তোলেন ম্যাক্সওয়েল।  

১৯ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৪৩ রান করেন তিনি। এর সঙ্গে ৭ বলে মার্কোস স্টয়নিসের ২১ রানে বেশ ভালো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের পক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে দুই উইকেট পান আব্বাস আফ্রিদি।  

পরে রান তাড়ায় নেমে পাকিস্তানের ব্যাটাররা একদমই সুবিধা করতে পারেননি। ২৪ রানেই প্রথম ছয় উইকেট হারিয়ে ফেলে তারা। যদিও পরে আব্বাস আফ্রিদির ১০ বলে ২০ রানের অপরাজিত ইনিংসে অলআউট হতে হয়নি তাদের। অস্ট্রেলিয়ার পক্ষে ২ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট পান হাভিয়ের ব্রালিট, তিন উইকেট পান নাথান এলিসও।  

বাংলাদেশ সময় : ২০৩০ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।