ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি থেকে ডাক পাওয়ার অপেক্ষায় রফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
বিসিবি থেকে ডাক পাওয়ার অপেক্ষায় রফিক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ২০০৮ সালে। এরপর নানা সময়ই আক্ষেপ করেছেন মোহাম্মদ রফিক, কোচ হিসেবে যুক্ত হতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে।

গত ৫ আগস্টের পর অনেক বাস্তবতাই বদলে গেছে।  

বিসিবিতেও এসেছে পরিবর্তন। তবুও ডাক আসেনি এক সময়ের তারকা স্পিনার রফিকের। শুক্রবার গ্লোবাল সুপার লিগের জন্য অনুশীলনে ব্যস্ত রংপুর রাইডার্সে যোগ দিয়েছিলেন কোচ হিসেবে। এরপর সংবাদ মাধ্যমের কাছে পুরোনো আক্ষেপ প্রকাশ করেছেন নতুন করে।  

মিরপুরে তিনি বলেন, ‘আমরা কিন্তু সবসময়ই তৈরি থাকি। কখন আমাদের বোর্ড ডাকবে। দুঃখের বিষয় আমরা অনেকদিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি- শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি। ’

বাংলাদেশের কোচদের জন্য অবশ্য একটি সুখবর আছে। সম্প্রতি সিনিয়র সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘদিন পর জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যাচ্ছে দেশি কাউকে। এ নিয়েও আশার কথাই বলছেন রফিক।  

তিনি বলেন, ‘আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি সেটা আমরা দেশের মানুষকে ভাগাভাগি করতে পারছি না। এটা কিন্তু দুঃখ লাগে যে কেন পারছি না। দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে এটা ভালো। সালাহউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে, ফলাফল ভালো হলে ভালো হবে। খেলবে তো খেলোয়াড়। আমরা কোচ হিসেবে কাজ করি, আমরা হয়তো তাদের টিপস দিচ্ছি। ’

‘এখানে আমাদের শেখার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। দেখতে হবে টিপস যে দিচ্ছি সেটা ওরা কাজে লাগাচ্ছে কি না। এটা সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের কোচরা কাজ করছে একটি ইতিবাচক দিক। হতে পারে আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন না। যখন সাড়া বাংলাদেশে স্থানীয় কোচ ছড়িয়ে যাবে সবাই সবাইকে চিনবে। তখন ফলাফলটা ভালো পাবেন। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।