অচলবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে যেতে আপত্তি তোলায় ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
সব ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আসরের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
এদিকে গুঞ্জন চলছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই কিংবা কলম্বোকে বেছে নেওয়া হতে পারে । আগামী ৯ মার্চ পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির। সবশেষ আসরে (২০১৭) ভারতকে একপ্রকার গুঁড়িয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চিরপ্রতিন্দ্বন্দ্বীদের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত। ২ মার্চ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়েই পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এএইচএস
?NEWS
— RevSportz Global (@RevSportzGlobal) December 21, 2024
Likely schedule for ICC Champions Trophy 2025.@BoriaMajumdar @ICC #ICCChampionsTrophy #CT25 pic.twitter.com/L8IbptOkrQ