ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এনসিএল টি-টোয়েন্টি

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো ইমরানুজ্জামানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন নাঈম শেখ। ছবি: সংগৃহীত

নাঈম শেখ অনেকটা একাই লড়লেন দলকে নিয়ে। তবুও এনে দিতে পারলেন না ভালো পুঁজি।

কিন্তু বোলারদের দাপটে ঠিকই পরে জয় পেয়েছে ঢাকা মেট্রো, উঠেছে ফাইনালেও।  

রোববার সিলেটে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে মেট্রো। পরে ওই রান তাড়ায় নেমে স্রেফ ৮১ রানে অলআউট হয়ে গেছে খুলনা।

টস জিতে ব্যাট করতে নেমে খুলনার ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর একপ্রান্ত আগলে রাখতে থাকেন নাঈম শেখ। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন বাঁহাতি এই ওপেনার।  

এর বাইরে ইমরানুজ্জামান ১০ বলে ১৪ ও ১৯ বলে ১৬ রান করেন শহিদুল ইসলাম। খুলনার হয়ে তিন উইকেট করে নেন শেখ পারভেজ হোসেন জীবন, মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা।

রান তাড়ায় নামা খুলনার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে। ১৮ বলে ২২ রান করেন তিনি। ২৫ বলে ১৬ রান আসে মাসুম খানের ব্যাটে। মেট্টোর হয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন রাকিবুল হাসান, ২ ওভার ৪ বলে ১৩ রানে তিন উইকেট নেন মোসাদ্দেক হোসেন।

এদিকে আগামী ২৪ ডিসেম্বর ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো।

বাংলাদেশ সময় : ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।