ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শুরু রংপুরের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শুরু রংপুরের

গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি নিয়ে রংপুর রাইডার্স শুরু করেছিল বিপিএল। টুর্নামেন্ট বদলে গেলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা।

শুরুতে ব্যাটাররা এনে দেন ভালো পুঁজি। পরে প্রতিপক্ষকে সেটি তাড়া করার খুব বেশি সুযোগই দেননি বোলাররা।  

সোমবার মিরপুরে বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে তারা। পরে ওই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা।  

টস জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে দ্বিতীয় ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় রংপুর। ৭ বলে ১৪ রান করে স্টিভেন টেলরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। তিন বল পর ৬ বলে ৫ রান করা অ্যালেক্স হেলসকে ফিরিয়ে প্রথম উইকেট পান আলাউদ্দিন বাবু।

তৃতীয় উইকেট জুটিতে সাইফ হাসানের সঙ্গে জুটি গড়েন ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রানের এই জুটিও ভাঙেন আলাউদ্দিন বাবু। ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসানকে আউট করেন তিনি।  

৩৮ বলে ৪৯ রান করে আউট হয়ে যান ইফতিখার। তবে শেষটা দারুণভাবে রাঙান খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান। ১৮ বলে ৪১ রানের জুটি ছিল তাদের। ২২ বলে ২৫ রান করে সোহান আউট হলেও ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল।  

রান তাড়ায় নেমে শুরুটা দারুণ হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। উদ্বোধনী জুটিতে ৬৫ রান করে তারা। কিন্তু মাহেদী হাসানের একটি স্পেল বদলে দেয় দৃশ্যপট। শুরুটা তিনি করেন তানজিদ হাসানকে দিয়ে। ২১ বলে ২ চার ও সমান ছক্কায় ৩০ রান করা তানজিদ হাসান ক্যাচ দেন মাহেদী হাসানের বলে। ভেঙে যায় উদ্বোধনী জুটি। উইকেটে এসে প্রথম বলে ছক্কা হাঁকান হাবিবুর রহমান সোহান। কিন্তু পরের বলে তিনিও ক্যাচ তুলে দেন টেইলরের হাতে।

দশম ওভারে এসে ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করা লিটন দাসকেও ফেরান মাহেদী। ওই ওভারের পঞ্চম বলে ২ বলে ১ রান করা ফারমানউল্লাহকে বোল্ড করেন তিনি। দুই ওভারে চার উইকেট নিয়ে ম্যাচের মোড় বদলে দেন মাহেদী।  

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা। মাঝে থিসারা পেরেরা ৮ বলে ৭ ও মুকিদুল ইসলাম ১১ বলে করেন ১৮ রান। ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন মাহেদী।

বাংলাদেশ সময় :
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।