ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বোসিস্তোর ফিফটির পর অঙ্কনের শেষের ঝড়ে খুলনার ২০৩

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
বোসিস্তোর ফিফটির পর অঙ্কনের শেষের ঝড়ে খুলনার ২০৩ বিপিএলে প্রথমবার খেলতে নেমে ফিফটির দেখা পেলেন বোসিস্তো। ছবি: সংগৃহীত

বিপিএলের প্রথম দিন রানের দেখা মিলেছে দুই ম্যাচেই। দ্বিতীয় দিনও এর ব্যতিক্রম হলো না।

উইলিয়াম বোসিস্তো ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ব্যাটে চড়ে চিটাগাং কিংসের বিপক্ষে ৪ উইকেটে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা টাইগার্স।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগাং কিংস। পাওয়ার প্লেতে নাঈম শেখকে (২৬) শিকার করেন আলিস আল ইসলাম। তিনে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ভালো কিছু করতে পারেননি। ১৮ বলে ১৮ রান করে খালেদ আহমেদের বলে ফিরতে হয় তাকে। পরে ইব্রাহীম জাদরানকেও তুলে নেন খালেদ।

তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বোসিস্কো। কিন্তু সঙ্গীর অভাবে খেলতে পারছিলেন না হাতখুলে। তাকে সেই সুযোগটি এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন তারা।

যদিও সেই জুটিতে বেশি ভয়ানক দেখা গেছে অঙ্কনকেই। মাত্র ১৮ বলে ফিফটি স্পর্শ করেন এই উইকেটরক্ষক ব্যাটার। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। শেষ পর্যন্ত ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান আসে বোসিস্তোর ব্যাট থেকে।

চিটাগাংয়ের হয়ে দুটি করে উইকেট খালেদ ও আলিস।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এএইচএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।