অনেক আশা-আকাঙ্ক্ষা সঙ্গী করেই শুরু হয়েছিল এবারের বিপিএল। কিন্তু আসর শুরুর আগেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে এটি ঘিরে।
এসব বিষয় নিয়ে হতাশ ঢাকা ক্যাপিটালসের কোচ ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। গতকাল চট্টগ্রামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'বিপিএলে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ হয়েছি। টিকিট নিয়ে সংকট; বাংলাদেশের কয়জন অনলাইন থেকে টিকিট কিনতে পারে?'
সুজনের প্রশ্ন, 'রিকশাওয়ালা কি অনলাইনে টিকিট কাটতে পারবে? সে কি খেলা দেখবে না? আমরা তো এখনো সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারিনি। এখানে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি বন্ধ করা যদি উদ্দেশ্য হয়, তাহলে সেই কালোবাজারি কি বন্ধ করতে পারলেন?'
বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সুজন বলেন, 'ছয় ম্যাচ হওয়ার পর একটা দল বলছে, প্রাপ্য টাকা না পাওয়ায় তারা খেলবে না। এটা তো আমাদের জন্য লজ্জাজনক। দলগুলোর ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন সেটা ভাঙিয়ে টাকা দিচ্ছে না?'
বিপিএলের গভর্নিং বডির ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন, 'বিপিএল গভর্নিং বডির কাজ কী? একটা টিম করতে প্রায় ৮ কোটি টাকা লাগবে। সেই টাকা না থাকলে আমি টিম কিনবো কেন? মানুষ আমাকে স্পন্সর দেবে সেই ভরসায় তো আমি টিম কিনিনি। স্পন্সর পাওয়া তো অনিশ্চিত বিষয়। '
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অবস্থা বেশ শোচনীয়। ৮ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। যে কারণে পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান সবার নিচে। দলের এমন ব্যর্থতা নিয়ে সুজন বলেন, 'এটা তো স্কুল ক্রিকেট না যে কাউকে বকা দিয়ে শেখানো যাবে। ট্রেনিং তো কম হচ্ছে না। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এটা হতাশাজনক। আমাদের বিদেশি খেলোয়াড়দের কোয়ালিটি মানসম্মত নয়। প্রতিদিন হারতে থাকলে দলকে মোটিভেট করা কঠিন। '
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমএইচএম