ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

রংপুরে রাসেলসহ তিন বিধ্বংসী ব্যাটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
রংপুরে রাসেলসহ তিন বিধ্বংসী ব্যাটার

এবারের বিপিএলে দারুণ শুরু পেয়েছিল রংপুর রাইডার্স। প্রথম ৮ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তারা।

তবে শেষ ৪ ম্যাচ হেরে এলিমিনেটরে খেলতে হচ্ছে তাকে।  

আজ দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর। হারলেই বাদ, এমন সমীকরণের ম্যাচে নামার আগে শক্তি বৃদ্ধি করল দলটি।  

পাকিস্তানের খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় রংপুরের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে পড়ে।  

তাদের শূন্যতা পূরণের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিধবংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছে রংপুর।  

আজ ঢাকায় এসে পৌঁছানোর কথা তাদের।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।