সাকিব আল হাসানের খেলা নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত তার আর বাংলাদেশের আসাই হয়নি।
মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবকে মিস করার প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, ‘হ্যাঁ অবশ্যই মিস করবো। আসলে এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন আপনি? সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। আমরা জানি সাকিব ভাইকে মিস করবো। থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন। তা আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক। ’
লম্বা সময় ধরে পারফরম্যান্স খরায় ভূগছেন শান্ত। বিপিএলেও পাননি রান। তবে এই ধাক্কা সামলে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যাটার। জানান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেবেন নিজের সেরাটা। শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার মনে হয় ম্যাচ খেলতে না পারার ভেতরেও কিছু পজিটিভ দিক ছিল। অতিরিক্ত ব্যাট করার সুযোগ পেয়েছি। কিভাবে আরেকটু প্রস্তুতি নিতে পারি। কোচরা অনেক হেল্প করেছে, পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও কাজ করতে পেরেছি। ’
‘বিপিএলের ওই সময়টা আমি খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে। ’
আরব আমিরাত ও পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। পরের দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরইউ