চট্টগ্রাম: জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে খুলনা যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় দল। শনিবার (১৭ মে) রওনা দেয় দলটি।
আট বিভাগীয় দলের সমন্বয়ে ২০ মে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। ২১ মে হবে চট্টগ্রাম বিভাগের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ বরিশাল।
টুর্নামেন্টে অংশ নিতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে ৫৫ জন অনূর্ধ্ব-১৮ নারী ক্রিকেটার নিয়ে প্রথমে চার দিনের সিলেকশন ক্যাম্প এবং পরে সেখান থেকে বাছাই করা ১৮ ক্রিকেটার নিয়ে ১০ দিনের স্কিল ক্যাম্প সম্পন্ন করে চট্টগ্রাম বিভাগ।
সবশেষ ১৬ ও ১৭ মে সাগরিকায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বিশেষ প্রস্তুতি ক্যাম্প শেষে শনিবার রাতে খুলনার উদ্দেশে চট্টগ্রাম ছাড়েন নারী ক্রিকেটাররা।
চট্টগ্রাম ছাড়ার আগে সাগরিকায় ক্রিকেটারদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে ভেন্যু পরিদর্শন করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক মো. সিহাব উদ্দিন।
টিম ম্যানেজার হিসেবে ১৭ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় দলের নেতৃত্ব দিচ্ছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শাহনেওয়াজ রিটন। এ ছাড়া কোচ হিসেবে আছেন মোহাম্মদ মোমিনুল হক ও সৈয়দ শামীম আকতার ফারুকী। ২৯ মে এ টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে।
এমআর/টিসি