সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে তাদের ১৪৩ রানে থামিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটে আফগানরা সংগ্রহ করেছে ১৪৩ রান।
টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত একেবারেই সঠিক প্রমাণিত হয় বাংলাদেশের জন্য। শুরুটা করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙেন তিনি। মাত্র ৭ রানে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। অন্যপ্রান্তে থাকা গুরবাজও বেশি কিছু করতে পারেননি, করেন মাত্র ১২ রান।
সেরা ছন্দে ছিলেন বাংলাদেশের বোলাররা। স্পিনে নাসুম আহমেদ আর মিডল ওভারে সাইফউদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। সেদিকুল্লাহ অটল একটু সময় নিয়েও থিতু হতে পারেননি, ২৩ বলে করেন ২৮ রান। এরপর ওয়াফিউল্লাহ, ওমরজাই, এবং অভিজ্ঞ মোহাম্মদ নবিরাও দ্রুত সাজঘরে ফিরে যান।
৮২ রানেই ৬ উইকেট হারানো আফগানিস্তানের ইনিংস ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। অধিনায়ক রশিদ খান হাল ধরার চেষ্টা করলেও, তা ছিল ক্ষণস্থায়ী। মাত্র ৭ বল খেলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
সবচেয়ে লড়াকু ইনিংস খেলেন দারউইস রাসুলি। তিনি ২৯ বলে সংগ্রহ করেন ৩২ রান। তার সঙ্গে ইনিংসের শেষভাগে সাহসী ব্যাটিং করেন মুজিব উর রহমান। ১৮ বলে অপরাজিত ২৩ রান করে দলকে পৌঁছে দেন ১৪৩ রানে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৩ রান। যদিও একসময় মনে হচ্ছিল তারা হয়তো ১০০ রান ছোঁয়ার আগেই অলআউট হয়ে যাবে।
এআর