ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশের দারুণ শুরুর পর আফগানদের হয়ে লড়ছেন সেদিকউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ৫, ২০২৫
বাংলাদেশের দারুণ শুরুর পর আফগানদের হয়ে লড়ছেন সেদিকউল্লাহ

আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আজ তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে আফগানিস্তানের বিপক্ষে।

টস জিতে আগে বোলিং করতে নেমে শুরুটা দারুণ করে তারা। ৩৯ রানে তিন উইকেট হারায় আফগানরা। দলকে এখন টানছেন সেদিকউল্লাহ আতাল।

তৃতীয় ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে শুরুটা করেন শরিফুল ইসলাম। তার বল নুরুল হাসান সোহানের হাত ক্যাচ তুলে দিয়ে ৭ রান করে ফেরেন আফগান ওপেনার। পরের ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান নাসুম আহমেদ। ৯ বলে ১২ রান করে গুরবাজ তালুবন্দি হন শামিম হোসেনের।  

ষষ্ঠ ওভারে ওয়াফিউল্লাহ তারাখিলকে ফেরান সাইফউদ্দিন। বোল্ড হয়ে ১১ রান করে সাজঘরে ফেরেন আফগান ব্যাটার। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন সেদিকউল্লাহ ও দারউইস রাসুলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। সেদিকউল্লাহ ২৮ ও রাসুলি ৭ রানে অপরাজিত আছেন।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।