দড়জায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ‘হাইব্রিড’ মডেলের এবারের আসর।
নাজমুল হাসান শান্তর নেতৃত্বে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। তার সহযোগী হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ। আন্তর্জাতিক ওয়ানডেতে ১০৩টি ম্যাচ খেলা এই অলরাউন্ডার শান্ত না থাকার সময় নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। ২৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মোকাবেলা করতে হবে শান্তর দলকে। এর আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী ১৭ ফেব্রুয়ারি লড়বে পাকিস্তান শাহিনসের বিপক্ষে।
এনজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরইউ