ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

ক্রিকেট

‘তৈরি হও বিশ্ব, ঝড় আসছে’, শান্তর বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
‘তৈরি হও বিশ্ব, ঝড় আসছে’, শান্তর বার্তা ছবি: গেটি ইমেজ

আগামীকাল পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিনই শুরু বাংলাদেশের যাত্রা।

এর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। হারতে হয়েছে বড় ব্যবধানে। এসবের অবশ্য তোয়াক্কা করছেন না অধিনায়ক শান্ত। বার্তা দিলেন গর্জনের।  

গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৪.৫ ওভারে এই রান তাড়া করে পাকিস্তান শাহিনস। বাংলাদেশ হারে ৭ উইকেটে। ব্যাট হাতে ব্যর্থ হন শান্ত। ২১ বলে করেন ১২ রান। এ নিয়ে আক্ষেপ দেখা গেল না বাংলাদেশি অধিনায়কের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই নজর তার। এমন বার্তাই দিলেন নিজের ফেসবুকে।

গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

গতকাল রাতে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছে আইসিসিও। যেখানে তারা সূর মিলিয়েছে শান্তর সঙ্গে। নিজেদের ফেসবুকে শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত। ’

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের ম্যাচে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে শান্তর দল।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।