ভারতের কাছে হেরে খাদের কিনারে নেমে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ম্যাচটি এখন তাদের জন্য ‘ডু অর ডাই’-এ পরিণত হয়েছে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে অনুশীলনের সময় পায়ের পেশীতে চোট পান। এর প্রভাব পড়ে বাংলাদেশের স্কোয়াডেও। তার অনুপস্থিতিতে ম্যাচের প্রথম ঘণ্টাতেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে সেই বিপর্যয় তাওহিদ হৃদয় সেঞ্চুরি ও জাকের আলী ফিফটি দিয়ে সামাল দেন।
হৃদয়-জাকেরের রেকর্ড জুটির পরও বাংলাদেশ পায় ২২৮ রানের সংগ্রহ। যা পরে ৪৮তম ওভারে ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় ভারত। তবে বোলিংয়ে বাংলাদেশ বেশ ভালোই পরীক্ষা নিয়েছে রোহিত-কোহলিদের। এখন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির মতো শর্ট ফরম্যাটের টুর্নামেন্টে বাংলাদেশের জন্য এটি 'মাস্ট উইন' ম্যাচ।
নিউজিল্যান্ড গত ১৯ ফেব্রিয়ারি করাচিতে আসরের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। এর আগে পাকিস্তানের মাটিতেই ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ফলে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটারকে দরকার বাংলাদেশের। টিম ম্যানেজার রাবিদ ইমাম অবশ্য আশাবাদী।
আজ শনিবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'-কে রাবিদ ইমাম বলেন, 'মাহমুদউল্লাহকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি ভালোভাবেই সেরা উঠছেন, কিন্তু তাকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের শেষ অনুশীলন সেশনের পর। ইনজুরির পরের স্ক্যানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। এটা ভালো লক্ষণ। '
রাবিদ ইমাম কথা বলেছেন তাওহিদ হৃদয়কে নিয়েও। ভারতের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানোর পথে তার ক্র্যাম্প হয়। তবে এখন তিনি পুরোপুরি ঠিক আছেন এবং তাকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
বাংলাদেশ দল দুবাই থেকে পাকিস্তানে পৌঁছেছে। আজ রাওয়ালপিন্ডিতে প্রথমবার অনুশীলনে করছে তারা। মাহমুদউল্লাহর সেরে ওঠার দিকে আজ বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএইচএম