ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলে রূপগঞ্জে নাম লেখালেন সাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ডিপিএলে রূপগঞ্জে নাম লেখালেন সাকিব সাকিব আল হাসান/সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ মৌসুমের দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই বাতাসে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, তবে কি দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডর? 

আসন্ন এই আসরে সাকিব খেলবেন কিনা সেটা অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি, আপাতত দল পরিবর্তন করেছেন এই অলরাউন্ডার।

আজ সাকিবকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জে। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন। আগামীকাল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাবটি।  

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর।

লিজেন্ডস অব রূপগঞ্জ এবার শক্তিশালী দল গঠন করেছে। দলে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিব। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলিকে।  

ক্লাব সূত্রে জানা গেছে, আজ অনলাইনের মাধ্যমে দলবদল সম্পন্ন করবেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন দলটির সঙ্গে। তবে তার খেলা নির্ভর করবে দেশে ফেরার ওপর। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব যত ম্যাচ খেলতে পারবেন, ততটুকুই তার জন্য উন্মুক্ত থাকবে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত দেশে আসেননি সাকিব। গত বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন তিনি। যে সিরিজ দিয়ে বিদায় জানাতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেটকে। তবে নিরাপত্তা ঝুঁকিতে সে সুযোগ মেলেনি তার।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর অবশ্য বিদেশের মাটিতেও জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি তার। আফগানিস্তান সিরিজের পর তাকে ডাকা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার। এর মধ্যে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে। জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও।
 
অন্যদিকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের অধিভুক্তি নিয়ে কথা উঠলেও বিবেচনার বাইরে চলে যান বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায়। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সন্দেহের তালিকায় পড়া সাকিব দুবার পরীক্ষা দিয়েও উৎরাতে পারেননি। শুধু ব্যাটার হিসেবে বিবেচিত হওয়ায় তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেননি বিসিবির নির্বাচকরা।

এদিকে, ডিপিএলের অন্যান্য ক্লাবও দলবদলে ব্যস্ত সময় পার করছে। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, সাদমান ইসলাম ও ইমরুল কায়েস নতুন দলে নাম লিখিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।