ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির কারণে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বৃষ্টির কারণে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে হয়নি টস। বলও গড়ায়নি মাঠে।

লম্বা সময় ধরে অপেক্ষা করেও লাভ হয়নি। ফলে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে।  

বাংলাদেশ সময় দুপুর তিনটায় রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে তা আর হয়ে ওঠেনি। এতে ‘বি’ গ্রুপে পয়েন্ট ভাগাভাগির ফলে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে অস্ট্রেলিয়া। তবে সেমিফাইনালে যাওয়ার লড়াই শেষ হয়নি ইংল্যান্ড ও আফগানিস্তানের। আগামীকাল এই দুই দলের মধ্যে পরাজিত দল বাদ পড়বে সরাসরি। জয়ী দলের পরবর্তী ম্যাচ থাকবে ভাগ্য নির্ধারনের জন্য।

বর্তমানে নিজেদের প্রথম ম্যাচ হারা দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট শূন্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।