ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

ক্রিকেট

মেসিবিহীন ম্যাচে সুয়ারেসের ১ গোল ও ৩ অ্যাসিস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
মেসিবিহীন ম্যাচে সুয়ারেসের ১ গোল ও ৩ অ্যাসিস্ট ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে আজ বিশ্রামে রেখেছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। এতে অবশ্য সমস্যা হয়নি।

লুইস সুয়ারেস একাই সামলে নিয়েছেন দলকে। সতীর্থদের দিয়ে তিন গোল করানোর পর নিজেও পেয়েছেন জালের দেখা। জিতিয়েছেন দলকে।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) আজ হাউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে ইন্টার মায়ামি। লিগে এটাই ক্লাবটির প্রথম জয়। আগের ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছিল তারা।  

শেল এনার্জি স্টেডিয়ামে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেসের সহায়তায় প্রথম গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। ৩৭তম মিনিটে সতীর্থ তাদেও আলেন্দেকে দিয়ে গোল করান সুয়ারেস। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি অ্যাসিস্ট করেন উরুগুইয়ান এই তারকা। প্রথম গোল করা তেলাসকোই করেন গোলটি।  

বিরতির পর ৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮৫ মিনিটে হাউস্টনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন নিকোলাস লোদেইরো।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০৩৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।