ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

রমজানে মাসব্যাপী দুস্থদের ইফতার করাবেন ক্রিকেটার বিথী

হারুন উর রশিদ সোহেল, রংপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
রমজানে মাসব্যাপী দুস্থদের ইফতার করাবেন ক্রিকেটার বিথী

পবিত্র রমজান মাসব্যাপী প্রতিদিন অসহায়, দুস্থ ও কর্মহীন দুই শতাধিক রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর পরিকল্পনা করেছে নারী ক্রিকেটার আরিফা জাহান বিথীর প্রতিষ্ঠিত উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন। এভাবে পুরো রমজান মাসে ছয় হাজার রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন বিথী।

তার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন অনেকেই।  

বিথী তার উদ্যোগের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে অনেকের কাছ থেকে সাড়া পাচ্ছেন তিনি। রমজানের শুরুর দিন থেকেই তিনি এই উদ্যাগ নেন। এতে খুশি সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবীরা।

এ কার্যক্রম প্রসঙ্গে আরিফা জাহান বিথী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এতিম, দুস্থ, অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। সেই লক্ষ্য নিয়েই মাহে রমজানে রোজাদারদের ইফতার করানোসহ ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি। প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ২০০ রোজাদারকে ইফতার প্যাকেট বিতরণ করা হবে। এভাবে পুরো রমজানে ছয় হাজার রোজাদারকে ইফতার সামগ্রী দেওয়া হবে।

প্রতিদিন তার এই আয়োজনে প্রতি প্যাকেটের খরচ পড়েছে ৮০ টাকা। পোলাও, মুরগি ,জিলাপি, বুট ভুনা, খেজুর, শসা, গাজর, তরমুজ ইত্যাদিসহ একেক দিন একেক আইটেম থাকবে প্যাকেটে। প্রতিদিন ২০০ জন রোজাদারের জন্য খরচ পড়বে ১৬ হাজার টাকা। পুরো একমাসে অর্থাৎ রমজানের ৩০ দিনে সর্বমোট খরচ পড়বে চার লাখ ৮০ হাজার টাকা।

নিজের উদ্যোগের ব্যাপারে বিথী বলেন, 'সবকিছুর মালিক আল্লাহ, আমরা সকলে উছিলা মাত্র। যারা পাশে থেকে দায়িত্ব নিয়েছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার। সবার সহযোগিতা পেলে রমজানজুড়ে অসহায় ও দুস্থ মানুষদের ইফতার করানো অব্যাহত রাখা হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহতি এ উদ্যোগের কথা জানিয়ে একটি পোস্ট করেছেন রংপুরের এই ক্রিকেটার। সেখানে তিনি জানিয়েছেন, এই কার্যক্রমে সামর্থ্য অনুযায়ী যে কেউ সহযোগিতা করতে পারবেন। একটি প্যাকেটের জন্য ৮০ টাকা করে, অথবা একদিনে ২০০ জনের দায়িত্ব নিতে যে কেউ এগিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কেউ যদি পরিচয় গোপন রাখতে চান, তাও করা হবে। এই উদ্যোগে কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ ও নগদ করতে পারেন +৮৮০১৮৬৭৫৭৮২৩০ নম্বরে। এ ছাড়া রকেট নম্বরেও (+৮৮০১৮৬৭৫৭৮২৩০৬) সহযোগিতা পাঠাতে পারেন।

এর আগে করোনা মহামারিতে মানবিক কার্যক্রম শুরু করেছিলেন বিথী। এখন সেই ধারাবাহিকতা ধরে রেখে সমাজের অসহায়-দুস্থ মানুষের জন্য কাজ করছে তার প্রতিষ্ঠিত উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন।

প্রসঙ্গত, আরিফা জাহান বীথি ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন। ঢাকার ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, কলাবাগান, রায়েরবাজার ক্রিকেট দলে ওপেনিং ব্যাট করতে নামতেন। ২০১৭ সালে অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে ক্রিকেট ক্যারিয়ার বিসর্জন দিতে হয়েছে তাকে। ঢাকা থেকে রংপুরে ফিরে ২০১৯ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রংপুর জেলা স্টেডিয়ামে নারীদের জন্য উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি নামে প্রশিক্ষণ একাডেমি গড়েন বিথী। সেখানে কয়েক শ নারীকে বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।