ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গম্ভীরকে ফের প্রাণনাশের হুমকি, তদন্তে দিল্লি পুলিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, এপ্রিল ২৪, ২০২৫
গম্ভীরকে ফের প্রাণনাশের হুমকি, তদন্তে দিল্লি পুলিশ গৌতম গম্ভীর/সংগৃহীত ছবি

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ গৌতম গম্ভীর সম্প্রতি আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন।  

গত ২২ এপ্রিল, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার দিনেই গম্ভীরের ব্যক্তিগত ই-মেইলে দুটি হুমকির বার্তা পাঠানো হয়, যাতে লেখা ছিল “আমি তোমাকে মেরে ফেলব”।

একটি ই-মেইল আসে দুপুরে, অপরটি সন্ধ্যায়। উভয় ই-মেইলে একই বার্তা লেখা ছিল—“আমি তোমাকে মেরে ফেলব”।

ঘটনার পর গম্ভীর দিল্লির রাজিন্দর নগর থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মধ্য দিল্লির উপ-পুলিশ কমিশনার (ডিসিপি)-এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। পাশাপাশি, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এটি প্রথমবার নয়—২০২১ সালের নভেম্বর মাসে, সাংসদ থাকাকালীনও গম্ভীর অনুরূপ হুমকি পেয়েছিলেন। সে সময় তার নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

এদিকে মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গী হামলার পর গম্ভীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন: “নিহতদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ী, তারা এর মূল্য চুকাবে। ভারত পাল্টা জবাব দেবে। ”

পেহেলগামের এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।