পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দশম আসরের বাকি আটটি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যদিও শুরুতে বলা হয়েছিল, বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
শুক্রবার রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, “এমন সময়ে, যখন ক্রিকেট মানুষকে একত্র করে, আনন্দ দেয়, তখন তাকে সম্মানজনক বিরতি নিতে হয়। ”
পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে ভারতীয় ড্রোন অনুপ্রবেশ ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মনে করেন, পুরো জাতির মনোযোগ ও আবেগ এখন দেশের সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিরক্ষার দিকেই থাকা উচিত।
সম্প্রতি ভারতের হামলায় পাকিস্তানের সীমান্ত এলাকায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান (তিনটি রাফায়েলসহ) ও ডজনেরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। পিসিবির বিবৃতিতে বলা হয়, প্রায় ৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ইসরায়েলি প্রযুক্তির আইএআই হেরন ড্রোনও ছিল।
পিসিবি তাদের বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, স্পনসর, সম্প্রচারক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বিদেশি খেলোয়াড়দের মানসিক চাপে থাকার বিষয়টিও স্বীকার করেছে এবং তাদের নিরাপদে বাড়ি ফেরার প্রয়াসকে শ্রদ্ধার সঙ্গে দেখছে।
পিএসএলের দশম আসরে ইতোমধ্যে ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস প্লে-অফে জায়গা নিশ্চিত করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি পয়েন্ট তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে। তবে মাত্র একটি জয় নিয়ে মুলতান সুলতানস ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
এমএইচএম