সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড 'এ' দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। তবে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই সিরিজ শেষ করেছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’। ইনিংসের চতুর্থ ওভারেই দুই ওপেনার—মোহাম্মদ নাইম (৪) ও এনামুল হক বিজয় (২)—প্যাভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারেও ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। আফিফ হোসেন (১), সোহান (১২), মোসাদ্দেক (৪) কেউই জ্বলে উঠতে পারেননি। তবে ধৈর্য ধরে খেলেন ইয়াসির আলী চৌধুরী। তিনি ৬৫ বলে ৬৩ রানের মূল্যবান ইনিংস খেলেন।
শেষদিকে নাসুম আহমেদের ব্যাটে কিছুটা গতি পায় স্কোরবোর্ড। আট নম্বরে নেমে তিনি খেলেন ৭১ বলে ৬৭ রানের কার্যকরী ইনিংস। সব মিলিয়ে বাংলাদেশ থামে ৪৭.৩ ওভারে ২২৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে কিউইরা। ওপেনিং জুটিতে মারিউ (৩৩) ও ডেল ফিলিপস (৩৪) মিলে যোগ করেন ৭৭ রান। পরে মধ্য পর্যায়ে কিছুটা ধাক্কা খেলেও শেষদিকে ডিন ফক্সক্রফ্ট (৩৬*) ও জ্যাক ফক্স (২৮*) ঠান্ডা মাথায় খেলে ৪ উইকেট হাতে রেখেই জয় এনে দেন দলকে।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন। মোসাদ্দেকের শিকারও দুটি।
এমএইচএম