ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কানাডার সুপার সিক্সটিতে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
কানাডার সুপার সিক্সটিতে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন সাকিব

কানাডার মাটিতে বসছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন আসর সুপার সিক্সটি। আর এই টুর্নামেন্টে আইকন ক্রিকেটার হিসেবে মাঠে নামছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

মন্ট্রিয়াল টাইগার্স দলে ভিড়িয়েছে তাকে।  

টাইগার্সদের জার্সিতে সাকিবের সঙ্গী হবেন আরও কয়েকজন পরিচিত মুখ। অস্ট্রেলিয়ার জশ ব্রাউন, শ্রীলঙ্কার ইসুরু উদানা এবং অভিজ্ঞ অ্যান্ড্রু টাই থাকছেন একই দলে। আগামী ৮ অক্টোবর শুরু হবে কানাডার এই ১০ ওভারের সুপার সিক্সটি টুর্নামেন্ট। টানা ছয় দিন প্রতিদ্বন্দ্বিতা শেষে ১৩ অক্টোবর নামবে আসরের পর্দা।

শুধু সাকিবই নন, কানাডার এই আসরে থাকছেন বিশ্ব ক্রিকেটের আরও অনেক তারকা। কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী এবং সিকান্দার রাজাও খেলবেন ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে। ফলে দর্শকরা উপভোগ করবেন এক জমজমাট প্রতিযোগিতা।

মন্ট্রিয়াল টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ