ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আসল ট্রফি নিতে অস্বীকৃতি, নকল ট্রফি নিয়ে উদযাপন ভারতীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, সেপ্টেম্বর ২৯, ২০২৫
আসল ট্রফি নিতে অস্বীকৃতি, নকল ট্রফি নিয়ে উদযাপন ভারতীয়দের সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় ক্রিকেটারদের শিরোপা উদযাপন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আসল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল ট্রফি’ হাতে ছবি পোস্ট করেছেন তারা।

 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি তারা। এর ফলে ট্রফি বিতরণ অনুষ্ঠান দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের ট্রফি হাতে পায়নি ভারত।  

এমন প্রেক্ষাপটে ভারতীয়দের নকল ট্রফি উদযাপন করতে দেখা গেছে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের পোস্টে আগের বিশ্বকাপ উদযাপনের ভঙ্গি নকল করে ছবি দেন, যেখানে এডিট করা নকল ট্রফি যুক্ত করা হয়। শুভমান গিলও দীর্ঘদিনের বন্ধু অভিষেক শর্মার সঙ্গে ছবি আপলোড করেন, যেখানে মাঝখানে ভার্চুয়াল ট্রফির ছবি বসানো হয়।

অভিষেক, যিনি এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার, নিজের পোস্টে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখেন, ‘জয়ই সবচেয়ে জোরালো আওয়াজ তোলে, সবসময়। ’ ফাইনালের নায়ক তিলক ভার্মা লিখেছেন, ‘বলা সহজ, কিন্তু জিততে চরিত্র লাগে। ’

এ নিয়ে পাকিস্তানি সমর্থকদের দিক থেকে ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছেন সূর্যকুমার যাদব, শুবমান গিল, তিলক বর্মারা। সোশ্যাল মিডিয়ায় এক পাকিস্তানি লিখেছেন, “আরেকটা নকল ট্রফি… ঠিক যেমন নকল ‘অপারেশন সিঁদুর’ জয়। বাইরে থেকে ঝলমলে, ভেতরে ফাঁপা। ” 

পাকিস্তানের এক প্রতিরক্ষা বিশ্লেষক কটাক্ষ করে বলেন, ‘কাল্পনিক ট্রফি নিয়ে খুশি ক্রিকেট দল, কাল্পনিক বিমানবাহিনী প্রধান আর কার্টুনের মতো হইচই করা সরকার— ভারত যেন সত্যিই এক ভিন্ন বাস্তবতায় বাস করছে। ’

এশিয়া কাপের সমাপনী অনুষ্ঠানও শেষ হয়েছে এক অস্বাভাবিক দৃশ্যে। ভারতীয় ক্রিকেটাররা ব্যক্তিগত পুরস্কার নিলেও ট্রফি এবং মেডেল গ্রহণ থেকে বিরত থাকেন। উপস্থাপক সায়মন ডুল শেষ পর্যন্ত ঘোষণা দেন, ‘আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, ভারতীয় দল আজ কোনো পুরস্কার গ্রহণ করবে না। তাই এখানেই অনুষ্ঠানের সমাপ্তি। ’

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, ভারতের এমন আচরণ ‘ক্রিকেটের জন্য ক্ষতিকর’।  

ঘটনা সেখানেই থেমে থাকেনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) নকভির বিরুদ্ধে আইসিসির সভায় প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে। দুই দেশ ক্রিকেটার ও সমর্থকরা এখন এ নিয়ে কার্যত ‘অনলাইন-যুদ্ধ’ চালিয়ে যাচ্ছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ