ভারত-পাকিস্তান লড়াইয়ের মাধ্যমে শেষ হয়েছে এশিয়া কাপ ২০২৫ আসর। পুরো টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যার সর্বশেষটি ছিল গতকাল রাতে; আসরের ফাইনাল ম্যাচ।
ভারতীয় এক গণমাধ্যমে অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘দুই দলের মধ্যে একটা পার্থক্য থাকা দরকার। আমরা কোনো ইঙ্গিত দিইনি, হাত নেড়ে কোনো প্রতিক্রিয়া দেখাইনি। আমরা মর্যাদা নিয়ে খেলতে চেয়েছি। তারা মাঠের বাইর থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। ফল যেকোনো দলের পক্ষেই যেতে পারে। তবে ম্যাচ শেষে আপনি যেন খুশি থাকতে পারেন, সেটাই গুরুত্বপূর্ণ। আমি খেলোয়াড়দের বলেছি আবেগ সরিয়ে রেখে ভালো ক্রিকেট খেলতে। শেষে যা ফল আসবে, আমরা সেটাই মেনে নেব। ’
বিসিসিআইকে ধন্যবাদ জানালেন সূর্যকুমার। তিনি বলেন, ‘এটি এত বড় বোর্ড, এত খেলোয়াড়, এত বড় দেশ। বিসিসিআই আমাদের পাশে থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছে, যথেষ্ট সহায়তা করেছে। তাই আমাদের দায়িত্ব ভালো ক্রিকেট খেলে ট্রফি এনে বোর্ডকে কিছু ফিরিয়ে দেওয়া। ’
ইনজুরির সময় বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের সুযোগ-সুবিধা ব্যবহার করার অভিজ্ঞতার কথাও জানান সূর্যকুমার। তার ভাষায়, ‘যখন আমি ইনজুরিতে ছিলাম, তখন পুরো ফ্যাসিলিটিটি ঘুরে দেখেছি। তখনই বুঝেছি, এটাই ভারতের ক্রিকেটে নতুন উচ্চতায় ওঠার সঠিক সময়। খেলোয়াড়দের জন্যই সব সুবিধা গড়ে তোলা হয়েছে। আমরা তিন-চার মাস আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। কিন্তু এশিয়া কাপে নামার আগে মনে হয়নি কোনো ফাঁক আছে, সবই বিসিসিআইয়ের সুব্যবস্থার কারণে সম্ভব হয়েছে। ’
আরইউ