এশিয়া কাপ জয়ের পরও ট্রফি নেয়নি ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও বিতর্ক তৈরি হয়েছে এই ট্রফি ঘিরেই।
ফাইনালে সূর্যকুমার যাদবদের দারুণ লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও ভারতীয় দল ট্রফি ও মেডেল গ্রহণে অস্বীকৃতি জানায়। পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতির হাতে পুরস্কার গ্রহণে আপত্তি জানিয়ে তারা জানান, যে দেশের সঙ্গে যুদ্ধ চলছে, সেই দেশের প্রতিনিধির কাছ থেকে ট্রফি নেওয়া সম্ভব নয়।
বিসিসিআই সচিব দেবাজিত শইকিয়া নাকভির আচরণের তীব্র সমালোচনা করে বলেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধ করছে। সেই দেশের একজন নেতা আমাদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। আমরা তা গ্রহণ করিনি। কিন্তু এর মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেল রুমে চলে যাবেন। এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমরা এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাব। ’
তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এসিসি চেয়ারম্যান যিনি পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা, তার কাছ থেকে ট্রফি গ্রহণ করব না। কিন্তু সেই সুযোগে তিনি ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং ক্রীড়াসুলভ আচরণ নয়। আমরা আশা করছি দ্রুতই ট্রফি ও মেডেল ফেরত দেওয়া হবে। ’
ফাইনালে ভারতের জয় নিশ্চিত করেন তিলক ভার্মা। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক প্রান্ত আগলে রেখে খেলেন ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস। শেষ মুহূর্তে প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন রিংকু সিং।
আরইউ